সর্বশেষ

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা

Saudi rain

সৌদি আরবে টানা বজ্রসহ ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ কারণে নাগরিকদের নিম্নাঞ্চল, পাহাড়ি উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে সতর্ক করা হয়েছে।

বিশেষ করে মক্কা শহর ও এর আশপাশের তাইফ, মাইসান, আধাম, আল আরদিয়াত, আল লায়থ, আল কুনফুদাহ, আল জুমুম, আল কামিল, বাহরাহ, আল মুইয়াহ, তুরবাহ, আল খুরমাহ ও রানিয়াহ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এছাড়া জাজান, আসির, আল বাহা ও নাজরান অঞ্চলেও একই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে রিয়াদ ও মদিনা অঞ্চলে তুলনামূলকভাবে হালকা হলেও স্থায়ী বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার পাশাপাশি শিলাবৃষ্টি, তীব্র বাতাস এবং ধুলাবালির ঝড় দেখা দিতে পারে। এতে জনজীবনে ব্যাপক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সৌদি সিভিল ডিফেন্স সবাইকে নিয়মিতভাবে সরকারি চ্যানেল থেকে আবহাওয়ার আপডেট জানতে এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup