সর্বশেষ

প্রবাসী চালকদের জন্য নতুন নিয়ম চালু করল সৌদির ট্রাফিক অধিদপ্তর

Saudi traffic department introduces new rules for expatriate drivers

সৌদি আরবে বিদেশি চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। সম্প্রতি জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, সৌদিতে প্রবেশের পর বিদেশি নাগরিকরা সর্বোচ্চ এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।

তবে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি এক বছরের কম হয়, সেক্ষেত্রে সেই মেয়াদই বিবেচিত হবে। অর্থাৎ, এক বছরের আগেই মেয়াদ শেষ হলে, ওই নির্ধারিত সময় পর্যন্তই লাইসেন্স বৈধ থাকবে। পাশাপাশি, লাইসেন্সে উল্লিখিত যানবাহনের ধরন ও চালকের ব্যবহৃত যানবাহনের ধরন মিলতে হবে।

গালফ নিউজ জানায়, বিদেশি চালকদের লাইসেন্স অবশ্যই স্বীকৃত অনুবাদ সংস্থার মাধ্যমে অনুবাদ করা থাকতে হবে, যাতে তথ্য নির্ভুল ও পরিষ্কার থাকে। তবে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর নাগরিকদের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। তারা তাদের নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই সৌদিতে গাড়ি চালাতে পারবেন, নতুন কোনো অস্থায়ী সৌদি লাইসেন্স নেওয়ার প্রয়োজন হবে না।

তবে জিসিসি অঞ্চলের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে গাড়ি চালানো যাবে না। অর্থাৎ, আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট জিসিসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত ব্যবহারের অনুমতি দেয় না।

নতুন এই নিয়মে সৌদি আরবে অবস্থানরত বিদেশি চালকদের জন্য পরিষ্কার নির্দেশনা নির্ধারণ করা হলো, যা যান চলাচলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup