হজ মৌসুমের প্রাক্কালে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী এবং ভিসাধারী দর্শনার্থীদের জন্য কঠোর হুঁশিয়ারি জারি করেছে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যারা সৌদি আরবে অবস্থান করবেন, তাদের জন্য কারাদণ্ড, জরিমানা এবং নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর শাস্তি অপেক্ষা করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, কোনো প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি তিনি সৌদি আরবে অবস্থান করেন, তবে তাকে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে। এর পাশাপাশি, তাকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে এবং পরবর্তীতে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
এছাড়াও, মন্ত্রণালয় আরও সুস্পষ্টভাবে জানিয়েছে যে যারা ভিজিট ভিসায় সৌদি আরবে অবস্থান করছেন, তারা কোনোভাবেই হজ পালন করতে পারবেন না। শুধুমাত্র যাদের কাছে নির্ধারিত হজ ভিসা রয়েছে, তারাই হজের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের অনুমতি পাবেন।
আরও
সৌদি সরকার জানিয়েছে, প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে দেশটিতে আগমন করেন। এই বিশাল জনসমাগমের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে যেন তারা ভিসার সকল শর্ত যথাযথভাবে মেনে চলেন এবং তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে প্রত্যাবর্তন করেন। অন্যথায়, তারা আইনি জটিলতায় পড়তে পারেন। উল্লেখ্য, এ বছরের হজ কার্যক্রম আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।
আরও দেখুন











