সর্বশেষ

সৌদি আরবে হৃদরোগে প্রবাসীর মৃত্যু

500 321 inqilab white 2024091617

সৌদি আরবের রিয়াদে হৃদরোগে মারা গেছেন আবুল হোসেন শেখ (৩৬) নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় ১০টার দিকে নিজ বাসায় মারা যান তিনি।

আবুল হোসেন শেখ মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আব্দুল খালেক বেপারীর কান্দির মো: খবির শেখের ছেলে। প্রবাসী আবুলের দু’সন্তান রয়েছে।

নিহত আবুলের লাশ দেশটির স্থানীয় হাসপাতালে রয়েছে। লাশ দেশে আনতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবারের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) রাসেল বেপারী বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল হোসেন শেখ অত্যন্ত ভালোমনের মানুষ ছিলেন। তিনি পাঁচ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। গতরাতে তার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup