ওমানের সেন্ট্রাল ব্যাংক আগামী ১১ জানুয়ারি, ২০২৬ তারিখে প্রথমবারের মতো ১ রিয়ালের স্মারক ‘পলিমার নোট’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এটি দেশটির মুদ্রার ইতিহাসে প্রথম পলিমার বা প্লাস্টিক জাতীয় উপাদানে তৈরি নোট, যা প্রচলিত সুতি কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই এবং অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন।
১৪৫ বাই ৭৬ মিলিমিটার আকারের এই নোটটিতে ওমানের জাতীয় পরিচয় ও অর্জনের চিত্র ফুটে উঠেছে। নোটের সম্মুখভাগে ‘ওমান বোটানিক গার্ডেন’ এবং পেছনের অংশে ‘সাইয়িদ তারিক বিন তাইমুর কালচারাল কমপ্লেক্স’ ও ‘দুকম বন্দর এবং রিফাইনারি’-এর ছবি স্থান পেয়েছে। জাল নোট প্রতিরোধে নিরাপত্তার জন্য এতে বোটানিক গার্ডেনের খিলান আকৃতির একটি স্বচ্ছ জানালা এবং রং পরিবর্তনকারী বিশেষ ফয়েল ব্যবহার করা হয়েছে, যেখানে লুবান গাছের প্রতিকৃতি দৃশ্যমান হবে।
ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, নতুন এই নোটটি বর্তমানে বাজারে থাকা ১ রিয়ালের নোটের পাশাপাশি বৈধ মুদ্রা হিসেবে সব ধরনের লেনদেনে ব্যবহার করা যাবে। সাধারণ মানুষের ব্যবহারের পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ফোল্ডারে ১,০০০টি আনকাট শিট এবং ১০,০০০টি একক নোট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে রুই, সালালাহ ও সোহারে অবস্থিত সেন্ট্রাল ব্যাংকের কাউন্টার এবং অপেরা গ্যালারিতে ওমান পোস্টের নির্ধারিত কাউন্টার থেকে এগুলো সংগ্রহ করা যাবে।










