সর্বশেষ

ওমান বিমানবন্দরে যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

Muscat Airport

মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সি সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান এয়ারপোর্টস। সংস্থাটি ঘোষণা করেছে, আগামী ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার থেকে বিমানবন্দরের সকল অনুমোদিত ট্যাক্সি সার্ভিস নতুন নির্ধারিত লেভেল–০ থেকে পরিচালিত হবে। যাত্রীদের চলাচল আরও সহজতর করা এবং যানবাহন ব্যবস্থাপনা সুসংগঠিত করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ট্যাক্সি সেবার পূর্বের অবস্থান পরিবর্তন করে লেভেল–০–তে স্থানান্তর করার মাধ্যমে যাত্রীদের দ্রুত সেবা প্রদান ও ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে। নতুন স্থানে একটি পূর্ণাঙ্গ ট্যাক্সি কাউন্টার এবং নির্ধারিত ট্যাক্সি স্টেশন স্থাপন করা হয়েছে, যেখান থেকে যাত্রীরা নিয়মিত সেবা পাবেন।

যাত্রীদের সুবিধার্থে টার্মিনালের বিভিন্ন স্থানে নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। ওমান এয়ারপোর্টস যাত্রীদের আহ্বান জানিয়েছে, বিমানবন্দর ত্যাগের সময় এসব দিকনির্দেশনা অনুসরণ করলে নতুন ট্যাক্সি জোনে পৌঁছানো সহজ হবে। কর্তৃপক্ষ আশা করছে, নির্দেশিকা মেনে চললে যাত্রীর সময় ও ভোগান্তি উভয়ই কমে আসবে।

ওমান এয়ারপোর্টস আরও জানায়, সাম্প্রতিক যাত্রী প্রবাহ বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন অবস্থানে ট্যাক্সি সার্ভিস পরিচালনা বিমানবন্দরের সামগ্রিক সেবা মান উন্নত করবে এবং যাত্রীদের অভিজ্ঞতাকে আরও স্বচ্ছন্দ করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup