ওমানের রয়্যাল ওমান পুলিশ (আরওপি) রাজধানী মাস্কাটের মুতরাহ উইলায়াতে এক এশীয় প্রবাসীকে মাদকদ্রব্য রাখার ও পাচারের অভিযোগে আটক করেছে। অভিযুক্তের কাছ থেকে ক্রিস্টাল মেথ, হাশিশ এবং মানসিক উদ্দীপক ট্যাবলেটসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে।

ওমান পুলিশ মাদক ও মানসিক উদ্দীপক পদার্থ প্রতিরোধ অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এসব মাদক পাচার ও ব্যক্তিগত সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আরও
অন্যদিকে, আল-উস্তা গভর্নরেটে একটি ট্রাকচালককে আটক করেছে পুলিশ, যিনি অবৈধভাবে ২৩ জন আফ্রিকান নাগরিককে পরিবহন করছিলেন। জানা গেছে, তারা ইয়েমেন সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ওমানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।
ওমান পুলিশ জানায়, আল-উস্তা গভর্নরেট পুলিশ কমান্ডের নেতৃত্বে এবং হিমা উইলায়াতের বিশেষ টাস্ক পুলিশ ইউনিটের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ট্রাকটি আটক করে চালক ও অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক ও মানবপাচার প্রতিরোধে দেশব্যাপী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।











