সর্বশেষ

বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন ওমান প্রবাসীর স্ত্রীর

Srimongal 20251015 073722276

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে এক তরুণী প্রবাসী স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে পান্না দাশ (২৫) তার মাকে সঙ্গে নিয়ে স্বামী উজ্জ্বল দাশের বাড়ির গেটে অবস্থান করছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পান্না দাশ জানান, ২০১৬ সালে মৌলভীবাজার জেলা জজ আদালতে এফিডেভিটের মাধ্যমে তার ও উজ্জ্বল দাশের বিয়ে হয়। এরপর ২০২২ সালে উজ্জ্বল ওমান থেকে ছুটিতে এলে পারিবারিক সম্মতিতে কালিবাড়ি মন্দিরে তাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর কিছুদিন একসঙ্গে থাকার পর উজ্জ্বল আবারও ওমান ফিরে যান। এরপর থেকে তিনি যোগাযোগ কমিয়ে দেন এবং বর্তমানে স্ত্রীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন বলে অভিযোগ করেন পান্না।

তিনি আরও জানান, স্বামী ও তার পরিবার এখন তাকে বাড়িতে তুলতে অস্বীকৃতি জানাচ্ছেন। পরিবারের সদস্যরা গেট খুলতে অস্বীকার করছেন বলেও দাবি করেন তিনি। পান্নার অভিযোগ, স্বামী উজ্জ্বল দাশ বলেছেন, তার পরিবার না মানলে কিছু করার নেই। এ অবস্থায় ন্যায়বিচার ও স্বামীর স্বীকৃতি আদায়ে তিনি অনশন শুরু করেছেন।

গেটের ভেতর থেকে উজ্জ্বলের মা আরতি রাণী দাশ সাংবাদিকদের বলেন, “এই বিষয়ে আমি কিছু জানি না, আমার স্বামী বলতে পারবেন।” তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পিয়াস দাশ জানান, এর আগেও তিনি উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেছেন, কিন্তু উজ্জ্বলের পরিবার রাজি হয়নি। বর্তমানে তিনি মেয়েটির অনশন ভাঙিয়ে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।

স্থানীয়দের মতে, এই ঘটনাটি পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি সংক্রান্ত মতবিরোধ থেকে উদ্ভূত হতে পারে। তবে মেয়েটির অবস্থান ও দাবিকে ঘিরে এখন পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে, এবং সামাজিকভাবে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post