সর্বশেষ

ওমান থেকে দেশে ফিরলেন জাহাজে আটক বাংলাদেশি ক্রু

Bangladeshi crew detained on ship from oman returns home

বহুল প্রচারিত সংবাদ ও সরকারি উদ্যোগের পর অবশেষে দীর্ঘ ১৬ মাস পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন দুবাইতে জাহাজে আটক ফেনীর সোনাগাজীর বাসিন্দা আজহারুল হক সিফাত। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

230051 1 1759919845

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ওমানের মাস্কাটের সুলতান খাবুস সমুদ্র বন্দরে ‘গ্লোবাল মরিয়া’ নামের জাহাজ থেকে নামেন সিফাত। পরে মাস্কাট বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরেন তিনি। ঢাকায় পৌঁছে পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করেন।

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিখারি গ্রামের বাসিন্দা আজহারুল হক সিফাতের মুক্তিতে পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। সিফাতের বড় ভাই জুলফিকার বলেন, “আমার ভাইকে মুক্ত করতে গণমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রতিবেদন ভাইয়ের অবস্থার বিষয়ে সরকারের বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করে। আমরা নৌপরিবহন মন্ত্রণালয়, ফেনী জেলা প্রশাসন ও শিপিং ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞ।”

দেশে ফিরে সিফাত বলেন, “পরম করুণাময় আল্লাহর অসীম রহমতে অবশেষে বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে দেশে ফিরতে পেরেছি। সকলের দোয়া ও সহায়তায় আজ আমি পরিবারের কাছে ফিরেছি। বিশেষ করে ‘গণমাধ্যমকে ধন্যবাদ জানাই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করার জন্য।”

উল্লেখ্য, প্রাইম ট্যাঙ্কারস কোম্পানির অধীনে এমটি গ্লোবাল পিস নামের একটি ট্যাঙ্কার জাহাজে ক্রু হিসেবে কাজ করছিলেন সিফাত। কোম্পানি ও চার্টার পার্টির মধ্যে আর্থিক বিরোধের কারণে তার পাসপোর্ট ও সিডিসি আটকে রেখে ১৬ মাস ধরে জাহাজে অবৈধভাবে আটক রাখা হয়। এসময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে পরিবারের অভিযোগ। ‘গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আলোচনায় এলে সরকারি পদক্ষেপে অবশেষে মুক্তি পান সিফাত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post