সর্বশেষ

ওমানে পুলিশি অভিযান, ৩৯ প্রবাসী গ্রেপ্তার

Oman police

ওমানে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৩৯ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। দেশটির মুসান্দাম প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খাসাব এবং বুখা নামক দুটি প্রদেশ থেকে তাদের আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ আল বাতিনা পুলিশ কমান্ডের তত্ত্বাবধানে কোস্টগার্ডের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তিরা কোনো বৈধ নথি বা অনুমতি ছাড়াই ওমানের ভূখণ্ডে প্রবেশ করেছিল।

উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো ওমানেও অভিবাসন এবং সীমান্ত আইন অত্যন্ত কঠোর। দেশটির সরকার শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান পরিচালনা করে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে তাদের পরিচয় বা তারা কোন দেশের নাগরিক, সে সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup