সর্বশেষ

বাংলাদেশ-ওমানের মাঝে সমঝোতা চুক্তি

Memorandum of understanding between bangladesh and oman

বাংলাদেশ ও ওমান কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আলবুসাইদী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাতের সময় উভয় নেতা দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রায় সাত লাখ বাংলাদেশি কর্মীকে আশ্রয় দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কর্মী নিয়োগের জন্য অনুরোধ করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমি একসঙ্গে কাজ করবে। আশা করা হচ্ছে, এই চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধি পাবে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup