ওমানের সার্বজনীন সেবা নিয়ন্ত্রক সংস্থা (APSR) প্রবাসীসহ সব নাগরিককে সতর্ক করেছে যেন কেউ ওটিপি (OTP) বা ব্যাংকিং সংক্রান্ত তথ্য নকলকারী বা প্রতারণাকারীদের সঙ্গে শেয়ার না করে। APSR জানিয়েছে, বিদ্যুৎ ও পানি পরিষেবার সুবিধাভোগীদের কাছে কখনওই তারা এই ধরনের সংবেদনশীল আর্থিক তথ্য চায় না।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, APSR কখনওই ওটিপি, ব্যাংক একাউন্ট নম্বর বা অন্য কোনো গোপনীয় আর্থিক তথ্য চায় না। তাই যেকোনও ফোন কল বা বার্তা APSR-এর নামে আসলে তা প্রতারণা বা নকল পরিচয়ের চেষ্টা হতে পারে।
প্রবাসীদের জন্য বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে। APSR-এর নামে ফোন বা মেসেজ পেলে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারণাকারীদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করার উপর জোর দেওয়া হয়েছে।
আরও
সংস্থা আরও জানিয়েছে, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নাগরিক ও প্রবাসীদের সচেতনতা জরুরি। অবহেলার ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।
সবশেষে APSR নাগরিক ও প্রবাসীদের জানাচ্ছে, নিরাপদে বিদ্যুৎ ও পানি পরিষেবা ব্যবহার করতে এবং সন্দেহজনক অনুরোধ এড়িয়ে চলার প্রতি মনোযোগ দিতে হবে।










