ওমানের কেন্দ্রীয় ব্যাংক (CBO) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ১০০ ওমানি রিয়াল নোট ইস্যু সংক্রান্ত গুজবকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই খবরকে বিভ্রান্তিকর এবং ভুল তথ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে ওমানের বৈধ মুদ্রার মধ্যে রয়েছে ১০০ বাইসা, আধা রিয়াল, ১ রিয়াল, ৫ রিয়াল, ১০ রিয়াল, ২০ রিয়াল ও ৫০ রিয়াল, যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত ও প্রচলিত। ১০০ ওমানি রিয়াল নোট এখন পর্যন্ত চালু হয়নি বলেও তারা নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংক জনগণকে সতর্ক করে দিয়ে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে প্রকাশিত তথ্যের উপর বিশ্বাস করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা অনুরোধ করেছে, যেকোনো যাচাইবিহীন খবর প্রচার থেকে বিরত থাকুন এবং ভুয়া তথ্যের চক্র থেকে সাবধান থাকুন।
আরও
এ ধরনের গুজব ছড়ানোর ফলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং আর্থিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছে। তাই সরকারি ঘোষণার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি বলে তারা উল্লেখ করেছে।











