সর্বশেষ

ওমানে বাড়ছে ভুয়া পুলিশের দৌরাত্ম্য, প্রবাসীরা আতঙ্কিত

Oman police

মাস্কাটে দুই এশিয়ান প্রবাসীর কাছ থেকে পুলিশ পরিচয়ে প্রতারণা ও লুটপাটের অভিযোগে এক ওমানি নাগরিককে গ্রেফতার করেছে মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, ওই ব্যক্তি নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দুই প্রবাসীর কাছ থেকে জোরপূর্বক টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

আরওপি জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বর্তমানে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত কার্যক্রম চলছে।

মাস্কাট পুলিশ নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যদি কেউ পুলিশ পরিচয়ে অনৈতিক কার্যকলাপ করতে দেখেন, তাহলে বিলম্ব না করে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানাতে বলা হয়েছে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ভবিষ্যতেও ওমানে বসবাসরত সকলের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

প্রবাসীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে সতর্ক থাকতে এবং অচেনা কারও কথায় প্রভাবিত না হয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup