ওমানের মাদকবিরোধী সাধারণ অধিদপ্তর ও কাস্টমস অধিদপ্তরের সমন্বিত অভিযানে ১৫ কেজিরও বেশি আফিম পাচারের অভিযোগে বাংলাদেশিসহ এশীয় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি ইউরোপীয় দেশে মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সন্দেহজনক চালান পর্যবেক্ষণ করে কর্মকর্তারা দেখতে পান, এশিয়া থেকে আগত পানির পাম্পের ভেতরে অত্যন্ত পেশাদার কায়দায় লুকানো ছিল মাদক। ধারণা করা হচ্ছে, এটি একটি আন্তর্জাতিক মাদক চক্রের অংশ।
অভিযুক্তরা যখন একটি শিপিং কোম্পানির মাধ্যমে এই মাদকচালান পাঠানোর চেষ্টা করছিল, ঠিক তখনই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরও
ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচারের মতো গুরুতর অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না।
দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং দেশকে এমন বিপজ্জনক কার্যকলাপ থেকে রক্ষায় তারা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।










