সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

Embassy in muscat

মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ২০২৫ সালের ৫ আগস্ট মঙ্গলবার “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে বন্ধ থাকবে। দূতাবাস থেকে প্রকাশিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
তবে দূতাবাসের জরুরি সেবা কার্যক্রম ওই দিনও সচল থাকবে।

528026238 763294503112358 661815460794525740 n

জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর ৯১৯৯৭৮৫২ প্রদান করা হয়েছে।দূতাবাসের কাউন্সেলর প্রধান মোঃ রাফিউল ইসলাম জানিয়েছে, এই বিশেষ ছুটির দিনে সকল সাধারণ সেবা বন্ধ থাকলেও জরুরি সেবা গ্রহণে কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, “জুলাই গণঅভ্যুত্থান দিবস” বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত, যা জাতীয় ঐক্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে। মাস্কাটে প্রবাসী বাংলাদেশিদের এই দিবস উদযাপনের জন্য দূতাবাস প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।

দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধ করা হয়েছে, তারা ছুটির দিনটি যথাযথ মর্যাদায় পালন করবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup