সর্বশেষ

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রবাসীসহ নিহত ৫

Gulfnews2025 08 02gdgs246afotoje

ওমানের ধোফার প্রদেশের থুমরাইত এলাকায় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। এদের একজন ওমানি নাগরিক এবং অন্যজন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী নাগরিক। শনিবার সংঘটিত এ দুর্ঘটনার পর সুলতান কাবুস হাসপাতাল, সালালাহ থেকে নিহত ওমানির মরদেহ লিওয়া (উত্তর বাতিনাহ) এলাকায় হেলিকপ্টারে স্থানান্তর করে রয়্যাল ওমান পুলিশ এভিয়েশন ইউনিট।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুই গাড়িই অতিরিক্ত গতিতে চলছিল। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই সড়কটি সালালাহগামী যাত্রীদের জন্য ব্যাপক ব্যবহৃত হয়। এর কয়েক সপ্তাহ আগেই ধোফারের মাকশন এলাকায় সুলতান সাঈদ বিন তৈমুর সড়কে তিনটি গাড়ির সংঘর্ষে পাঁচজন নিহত হন। দুর্ঘটনার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

অন্যদিকে ওমানে আল ধাহিরাহ প্রদেশের ইব্রি উপজেলার আল রাহবা এলাকায়  দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত ব্যক্তিকে ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং পরে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

Three killed, one seriously injured in two truck collision in oman

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার মূল কারণ হিসেবে অতিরিক্ত গতি এবং ট্রাক চালকদের মধ্যে সমন্বয়ের অভাবকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিক তদন্ত এখনও চলছে। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup