সর্বশেষ

ওমানগামী জাহাজে ভয়াবহ আগুন

Massive fire breaks out on oman bound ship

ওমান সাগরে একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খবর পেয়েই তড়িঘড়ি ভারতীয় নৌবাহিনীর উদ্ধার অভিযান শুরু করে এবং জাহাজে থাকা ১৪ জন ভারতীয় ক্রু সদস্যকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে।

জানা গেছে, ওমানগামী ওই ভেসেলে ভারতীয় বংশোদ্ভূত ১৪ জন ক্রু সদস্য ছিলেন। রবিবার এমটি ই চেং ৬ নামের ওই ভেসেলটি গুজরাটের কান্দলা থেকে ওমানের শিনাসে যাওয়ার উদ্দেশ্য যাত্রা শুরু করে। মাঝ সমুদ্রে থাকাকালীন ভেসেলের ইঞ্জিন রুমে আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। খবর পেয়ে ওমান উপসাগরে মোতায়েন করা ভারতীয় নৌবাহিনীর দল তাৎক্ষণিক সহায়তায় ছুটে আসে।

ক্ষতিগ্রস্থ ভেসেলের সরঞ্জাম নৌকা এবং হেলিকপ্টারে করে অন্য জাহাজে স্থানান্তরিত করা হয়েছে। এর আগে চলতি মাসেই কোচি উপকূল থেকে ৭৮ নটিকাল মাইল দূরে একটি কন্টেনার বোঝাই জাহাজে বিস্ফোরণ হয় এবং আগুন লাগে। জাহাজে থাকা চিনের ১৪ নাগরিককে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে ভারতীয় নৌ-বাহিনী। এ ঘটনার পর ভারতকে কৃতজ্ঞতাও জানায় চিন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup