কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশি প্রবাসী। স্থানীয় সময় ৩০ সেপ্টেম্বর দুপুরের দিকে খাইরান থেকে ওয়াফরা যাওয়ার পথে পানি বহনকারী ট্যাঙ্কার দুর্ঘটনায় তিনি নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শফিকুল ইসলামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের দক্ষিণপাড়া তালুকদার বাড়িতে। তিনি বদিউজ্জামানের মেঝো ছেলে। পরিবারের সদস্যদের শোকে ভেঙে পড়তে দেখা গেছে।
শফিকুলের সহকর্মী শাওন সাহা জানান, খাইরান থেকে ট্যাঙ্কার নিয়ে আসার সময় একটি কুয়েতি নাগরিকের গাড়ি হঠাৎ সামনে চলে আসে। তাকে এড়ানোর চেষ্টা করতে গিয়ে ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম প্রাণ হারান।
আরও
বর্তমানে তার মরদেহ কুয়েতের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহকর্মীরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।











