সর্বশেষ

আমিরাতে ৪৬ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি

Bangladeshi wins lottery worth Tk 4.6 million in UAE

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’–এ ১ লাখ ৪০ হাজার দিরহাম পুরস্কার জিতেছেন আলাউদ্দিন শাহজাহান নামে এক প্রবাসী বাংলাদেশি। বুধবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রবাসী জীবনের কঠোর পরিশ্রমের মাঝেই হঠাৎ এমন সুখবর পাওয়ায় তিনি ও তার সহকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর বয়সী আলাউদ্দিন শাহজাহান পেশায় একজন রাঁধুনি। তিনি একা নয়, বরং ২১ জন বন্ধুর সঙ্গে যৌথভাবে টিকিটটি কিনেছিলেন। ড্রতে বিজয়ী হওয়ার ফলে প্রাপ্ত অর্থ সবাই মিলে ভাগ করে নেবেন বলে জানা গেছে।

পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহজাহান বলেন, খবরটি জানার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তার ভাষায়, “এটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। দীর্ঘদিন পরিশ্রমের পর এমন একটি সুখবর সত্যিই মন ভালো করে দিয়েছে।” তিনি আরও জানান, এই অর্থ কীভাবে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে তিনি ও তার বন্ধুরা আলোচনা করবেন।

এই ড্রতে আলাউদ্দিন শাহজাহানের পাশাপাশি জর্ডান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের আরও তিনজন একই অঙ্কের পুরস্কার জিতেছেন। আয়োজকদের তথ্যমতে, বিভিন্ন দেশের প্রবাসীরা নিয়মিতভাবে এই লটারিতে অংশ নিচ্ছেন এবং অনেকের জীবনেই হঠাৎ করে আনন্দের বার্তা নিয়ে আসছে এই বিগ টিকিট ড্র।

প্রবাসী কমিউনিটির অনেকে মনে করছেন, যৌথভাবে টিকিট কেনার এই উদ্যোগ ঝুঁকি কমানোর পাশাপাশি ভাগাভাগির আনন্দও বাড়িয়ে দেয়। আলাউদ্দিন শাহজাহানের এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও নতুন করে আশার আলো জাগিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup