সর্বশেষ

ভিসা জটিলতায় বাড়ছে আমিরাত প্রবাসীদের বেকারত্ব, ঝুঁকছেন স্বল্প বিনিয়োগে

Unemployment among Emirati expatriates is increasing due to visa complications

চলমান ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেকারত্ব বাড়ছে। একই সঙ্গে কর্মী সংকট ও অনিশ্চয়তার কারণে নতুন করে বড় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ফলে অনেক উদ্যোক্তা ঝুঁকছেন স্বল্প বিনিয়োগভিত্তিক উদ্যোগের দিকে, যা সীমিত পরিসরে হলেও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করছে।

দীর্ঘদিন ধরে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী বাংলাদেশি নতুন ব্যবসা শুরু করা কিংবা বড় পরিসরে বিনিয়োগ থেকে পিছিয়ে যাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল প্রবাসীদের জীবনে, যারা কাজ হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়ছেন।

এমন বাস্তবতায় প্রবাসী কমিউনিটির কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী যৌথ উদ্যোগে স্বল্প বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা তৈরির পথে এগিয়ে এসেছেন। সমন্বিত বাজার ব্যবস্থার মাধ্যমে তারা কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করছেন। এর ফলে শারজার শিল্পাঞ্চলে বসবাসরত অনেক কর্মহীন বাংলাদেশি নতুন করে আশার আলো দেখছেন।

শারজাহ শিল্পাঞ্চলে গড়ে তোলা ‘বাংলা বাজার’ নামের এই উদ্যোগে বর্তমানে ৭৬টি দোকান চালু রয়েছে। এখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, গার্মেন্টস সামগ্রীসহ বিভিন্ন ধরনের খাবারের দোকান স্থান পেয়েছে। স্বল্প খরচে ব্যবসা শুরু করার সুযোগ থাকায় অনেক প্রবাসী এতে যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছেন।

উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে সীমিত বিনিয়োগে এই বাজার চালু করা হলেও গত পাঁচ মাসের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকায় অনুমোদন নিয়ে গড়ে ওঠা এসব বাজারে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। সংশ্লিষ্টরা এই উদ্যোগকে প্রবাসী কমিউনিটির জন্য একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup