সর্বশেষ

রমজানের সম্ভাব্য তারিখ জানালো আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

Emirati astronomers reveal possible dates for ramadan

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা দিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থা। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাস নির্ভর করছে নতুন চাঁদ দেখার ওপর। আবুধাবির স্থানীয় সময় অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদ জন্ম নিলেও সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই তা অস্ত যাবে। ফলে ওই দিন চাঁদ দেখা সম্ভব হবে না।

এ কারণে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী রমজান শুরু হওয়ার সম্ভাব্য দিন হিসেবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, আর মাসের শেষে তা ধীরে ধীরে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। মাসের শুরুতে দিনের আলো থাকবে প্রায় ১১ ঘণ্টা ৩২ মিনিট এবং শেষে তা ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা উত্তর দিকের শীতল বাতাসের প্রভাবে নির্ধারিত হবে। মাসের শেষ দিকে তাপমাত্রা বেড়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাসের কারণে হয়ে থাকে।

এ ছাড়া পুরো রমজান মাসেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আল জারওয়ান। এ সময়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে, যা মৌসুমি গড় আবহাওয়ার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup