সর্বশেষ

দেশে হত্যা করে পালানোর চেষ্টা, কাতার বিমানবন্দরে বাংলাদেশি গ্রেপ্তার

16 2406010637

বাংলাদেশের এক হত্যা মামলার আসামিকে কাতার বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীতে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার দায়ে আসামি ছিলেন অভিযুক্ত প্রবাসী রাসেল মাহমুদ। বৃহস্পতিবার কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর কাতার ইমিগ্রেশন পুলিশ ১২ ঘণ্টা আটক রাখার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফেরার পর শুক্রবার সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেফতার হওয়া প্রবাসী রাসেল মাধবদী থানার পৌলানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসার পাশাপাশি দেশেও ব্যবসা করতেন। এছাড়া সদর উপজেলা যুবলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি।

নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার পর এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে এজাহারনামীয় আসামি রয়েছেন দুইজন। হত্যার কাজে ব্যবহৃত গুলির খোসা ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী দুই নম্বর আসামি রাসেল মাহমুদ বিদেশে পালিয়ে যাবার সময় কাতার বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে। এর আগে গত ২৮ মে রাতে একদল দুর্বৃত্ত মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করে। এসময় আহত হয় তার সঙ্গে থাকা আরও ২ জন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post