সর্বশেষ

ওমান সুলতানের গোপন চিঠি পেলেন সৌদি যুবরাজ

Saudi Crown Prince Receives Secret Letter from Sultan of Oman

মধ্যপ্রাচ্যের দুই ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব ও ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিক-এর পক্ষ থেকে প্রেরিত একটি বিশেষ লিখিত বার্তা গ্রহণ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বার্তাটিতে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি ওমানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাজিব আল-বুসাইদি-র কাছ থেকে ক্রাউন প্রিন্সের পক্ষে এই কূটনৈতিক বার্তাটি গ্রহণ করেন। বৈঠকটি দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে সৌদি আরব ও ওমানের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক সমন্বয় আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষা ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে এই ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে। একই সঙ্গে জ্বালানি, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের মতো খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, সৌদি আরব ও ওমান উভয় দেশই নিজ নিজ জাতীয় উন্নয়ন পরিকল্পনা—সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ওমানের ‘ভিশন ২০৪০’—বাস্তবায়নে একে অপরকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। সুলতানের এই বার্তাকে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার পথ আরও প্রশস্ত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup