বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি তার মানবিক উদ্যোগের মাধ্যমে দেশে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছেন। রাষ্ট্রদূতের তত্ত্বাবধান ও নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩৪ হাজার ৫৮০ পরিবার—অর্থাৎ প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষ—সরাসরি উপকৃত হয়েছেন।
কোভিড-পরবর্তী কঠিন সময়ে তার প্রচেষ্টায় পরিচালিত হয়েছে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা, রমজানে খাদ্য সহায়তা, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা কর্মসূচি এবং কোরবানির গোশত বিতরণসহ নানা কার্যক্রম। এছাড়াও মসজিদ ও গৃহনির্মাণ প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থায়ী সহায়তা দেওয়া হয়েছে।
এই সহায়তা শুধুমাত্র ক্ষণিকের প্রয়োজন মেটানো নয়; বরং অনেক মানুষের জীবনে আশার আলো, নিরাপত্তা এবং সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। রাষ্ট্রদূত নিজেই এসব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং নিশ্চিত করেছেন দাতা সংস্থাগুলোর সহায়তা। উল্লেখযোগ্য দাতা সংস্থাগুলোর মধ্যে রয়েছে ইউএই এইড, এমিরেটস রেড ক্রিসেন্ট ও জায়েদ চ্যারিটেবল অ্যান্ড হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশন।
আরও
রাষ্ট্রদূত আল হামুদি তাঁর দায়িত্বকালজুড়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে চলেছেন। মানবিক সহায়তার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত এই আমিরাতি রাষ্ট্রদূতের এ ধরনের সহানুভূতিশীল ও কার্যকর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনেও একটি মানবিক আদর্শ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।











