খেপে আগুন মিত্ররা, ইরানের হুকুমের আগেই চালাতে পারে হামলা

7 reasons why iran is impossible to defeat

ইরানে সাম্প্রতিক মার্কিন হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে। তিনি বলেন, ইরানের মিত্র গোষ্ঠীগুলো যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় হামলা চালাতে পারে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক শাহরাম বলেন, “ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে। কিন্তু শুধু তেহরানের সিদ্ধান্ত নয়, এ অঞ্চলে থাকা বিভিন্ন ইরানি মিত্র ও ছায়া গোষ্ঠী নিজেরাও প্রতিক্রিয়ায় অংশ নিতে পারে।”

তিনি আরও বলেন, ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে তেহরানপন্থী বহু সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় নির্দেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে। ফলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

অধ্যাপক শাহরামের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে, যা এখন সরাসরি হামলার ঝুঁকিতে। যেকোনো সময় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনা কেবল ইরান-যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। যুদ্ধ এড়াতে এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize