ট্রাম্পের জন্য মসজিদ বন্ধ করলো আরব আমিরাত

Trump visits mosque for the first time as president, impressed, says 'incredibly beautiful'!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন। প্রেসিডেন্ট থাকাকালীন এটাই ছিল তার প্রথম মসজিদ পরিদর্শন। মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে আবুধাবিতে পৌঁছানোর পর তিনি মসজিদে যান। এর আগে তিনি সৌদি আরব ও কাতার সফর করেন।

মসজিদে প্রবেশের সময় ট্রাম্প প্রথা অনুযায়ী জুতা খুলে প্রবেশ করেন এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান তাকে অভ্যর্থনা জানান। মসজিদের ভেতরে ট্রাম্প এর সৌন্দর্য ও সংস্কৃতি দেখে মুগ্ধতা প্রকাশ করেন। সাদা মার্বেলের গম্বুজ ও রঙিন ফুলের নকশার জন্য পরিচিত এই মসজিদটি শুধু ধর্মীয়ভাবে নয়, পর্যটকদের কাছেও গুরুত্বপূর্ণ।

499506236 667196426139263 4027183687744098147 n

মসজিদ পরিদর্শনের আগে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির মাধ্যমে এই দুই নেতার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ট্রাম্প পরিবারের মধ্যপ্রাচ্যের তিনটি দেশেই বাণিজ্যিক স্বার্থ রয়েছে। এছাড়া, ট্রাম্পের পরিবার ক্রিপ্টোকারেন্সি প্রকল্পে সংযুক্ত আরব আমিরাতের একটি বিনিয়োগ তহবিল থেকে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।   এর আগে, ২০২০ সালে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জ্যারেড কুশনারও এই মসজিদ পরিদর্শন করেছিলেন। ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন জো বাইডেনও এখানে এসেছিলেন।

498305619 667196446139261 4476046256654483245 n

যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রেসিডেন্ট এর আগে মসজিদে গিয়েছেন, তবে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন এই প্রথম গেলেন। অতীতে তিনি মসজিদগুলোর ওপর নজরদারি বাড়ানোর কথা বলেছিলেন এবং কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

তবে সাম্প্রতিককালে তার বক্তব্যে পরিবর্তন দেখা যায়। গত নভেম্বরে মিশিগানের নির্বাচনে মুসলিম ও আরব ভোটাররা বাইডেনকে হারাতে সহায়তা করেন। চলতি বছরের রমজানে হোয়াইট হাউজে ইফতারের আয়োজনে ট্রাম্প মুসলিম সম্প্রদায়ের প্রতি তার সমর্থনের কথা জানান।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প গাজা উপত্যকার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে নেওয়ার প্রস্তাব দেন।

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post