সর্বশেষ

ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

Emergency warning for bangladeshis in tripoli

লিবিয়ার রাজধানী ত্রিপলীতে সাম্প্রতিক অস্থির পরিস্থিতি ও সশস্ত্র যানবহরের চলাচল বৃদ্ধির প্রেক্ষাপটে, সেখানকার বাংলাদেশ দূতাবাস এক জরুরি সতর্কবার্তা জারি করেছে। স্থানীয় সময় সোমবার (১৩ মে) রাতে দূতাবাসের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে যে, ত্রিপলীর বর্তমান পরিস্থিতিতে সকল নাগরিককে নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে এবং নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার অপ্রয়োজনে বাইরে বের না হতে অনুরোধ করা হয়েছে।

এই পরিস্থিতিতে, ত্রিপলীতে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজেদের আবাসস্থলে নিরাপদে থাকার জন্য বাংলাদেশ দূতাবাস বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরে নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post