মধ্যপ্রাচ্যে রমজানের তারিখ ঘোষণা

মধ্যপ্রাচ্যে রমজানের তারিখ ঘোষণা

পবিত্র রমজান মাস, ইবাদতের বসন্তকাল, মুমিনদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। এই মাসটিকে ঘিরে মুসলিম বিশ্বে আগ্রহের কমতি নেই।

সম্প্রতি, সংযুক্ত আরব আমিরাত রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ জানিয়েছে। দেশটির জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। সেই হিসেবে, রমজান মাস শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এই তথ্য জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের শেষ দিন হবে।

তবে ওইদিন চাঁদ অস্ত যাওয়ার সময় সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাবে। ফলে ওইদিন শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এর ফলে, রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৩১ জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, ৩০ জানুয়ারি দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। এর অর্থ হলো, যেসব দেশে ৩০ জানুয়ারি রজব মাসের ২৯তম দিন হবে, সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন এবং আলবেনিয়া।

এই সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে, মুসলিম সম্প্রদায় এখন রমজানের প্রস্তুতি শুরু করতে পারবে। রমজান মাস আত্মশুদ্ধি, ইবাদত এবং ত্যাগের মাস। এই মাসে রোজাদাররা আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ ইবাদত ও প্রার্থনায় মনোনিবেশ করেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post