নাগরিকদের বিয়ে ও পরিবার গঠনে উৎসাহ দিতে সংযুক্ত আরব আমিরাতের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ৫০ হাজার দিরহাম আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা। দুবাইভিত্তিক আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ সুবিধা আল হাবতুর গ্রুপে কর্মরত আমিরাতি নারী ও পুরুষ কর্মীদের জন্য প্রযোজ্য হবে। খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর বলেন, বিয়ে ও সংসার গঠন শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সামাজিক ও জাতীয় দায়িত্বের অংশ। তার মতে, পরিবার একটি জাতির মূল ভিত্তি এবং শিশু ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। তিনি বলেন, পরিবার গঠনের শুরুতে তরুণদের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের বাস্তব ভূমিকা থাকা প্রয়োজন।
ঘোষণা অনুযায়ী, চলতি বছরে আল হাবতুর গ্রুপে কর্মরত কোনো আমিরাতি কর্মী বিয়ে করলে তাকে এককালীন ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে। শুধু তাই নয়, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম নিলে ওই আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে জানান তিনি। এর মাধ্যমে কর্মীদের পরিবার গঠনে আর্থিক চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
আরও
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় এক কোটি ১৫ লাখ, যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার প্রায় ১৫ শতাংশ। এ প্রেক্ষাপটে দেশটির সরকার ও বেসরকারি খাত যৌথভাবে নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে আবুধাবি ও উম্ম আল কুয়াইনসহ বিভিন্ন আমিরাতে সাম্প্রতিক বছরগুলোতে গণবিবাহের আয়োজন করা হয়েছে।
খালাফ আল হাবতুর আগেও তরুণ আমিরাতিদের দ্রুত বিয়ে ও পরিবার গঠনে উৎসাহ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন, শক্তিশালী পরিবারই একটি স্থিতিশীল সমাজ গড়ে তোলে এবং এমন উদ্যোগ সমাজ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, আল হাবতুর গ্রুপ শিক্ষা, নির্মাণ, আতিথেয়তা, অটোমোবাইল ও রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।











