সর্বশেষ

ভিসা নিয়ে প্রবাসীদের সতর্ক করল আমিরাত

Uae visa 1767532269 11zon

ভুয়া ওয়ার্ক ভিসা দিয়ে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় প্রবাসী ও বিদেশে চাকরিপ্রত্যাশীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি কয়েকটি সংঘবদ্ধ প্রতারক চক্র চাকরি ও ভিসা স্পনসরশিপের মিথ্যা আশ্বাস দিয়ে আগ্রহীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীন অ্যান্টি-ফ্রড সেন্টারের বরাতে বলা হয়েছে, প্রতারকরা ‘নিশ্চিত’ ওয়ার্ক ভিসা এবং আকর্ষণীয় চাকরির প্রস্তাবের কথা বলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। এসব প্রস্তাবের কোনো আইনি ভিত্তি নেই এবং অধিকাংশ ক্ষেত্রেই ভুয়া কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে।

চলমান ‘বিউয়ার অব ফ্রড’ বা প্রতারণা থেকে সতর্ক থাকুন—এই সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে দুবাই পুলিশ জানিয়েছে, ওয়ার্ক ভিসা পাওয়ার একমাত্র নিরাপদ উপায় হলো সরকারি অনুমোদিত চ্যানেল অথবা লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করা। কোনো ভিসা বা চাকরির প্রস্তাবে অর্থ পরিশোধের আগে তা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও সতর্ক করেছে, আইনি প্রক্রিয়ার বাইরে ‘নিশ্চিত ভিসা’ দেওয়ার দাবি করা ব্যক্তি বা অনানুষ্ঠানিক গোষ্ঠীর সঙ্গে লেনদেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের প্রস্তাব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দুবাই পুলিশ জানিয়েছে, প্রতারণা প্রতিরোধে সচেতনতা ও দ্রুত রিপোর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো ভিসা প্রস্তাব বা প্রতারণার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে প্রবাসী ও চাকরিপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup