সবচেয়ে দীর্ঘ ফ্লাইটের সময় ও দূরত্ব জানলে অবাক হবেন!

You'll be surprised to know the time and distance of the longest flight!

বিশ্বজুড়ে যাত্রীসেবার মান উন্নয়নে নন-স্টপ দীর্ঘপথের ফ্লাইট পরিচালনায় জোর দিচ্ছে বিমান সংস্থাগুলো। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ভ্রমণ তথ্য বিশ্লেষক সংস্থা OAG বিশ্বের দীর্ঘতম সরাসরি বাণিজ্যিক ফ্লাইটগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র থেকে এশিয়া ও ওশেনিয়া অভিমুখে পরিচালিত ফ্লাইটগুলো সময় ও দূরত্বের দিক থেকে এগিয়ে রয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইট, যা প্রায় ১৮ ঘণ্টা ৪০ মিনিট সময় নিয়ে ১৫,৩৩২ কিমি পথ অতিক্রম করে। তালিকায় দ্বিতীয় অবস্থানেও রয়েছে একই গন্তব্যে নিউ জার্সি থেকে পরিচালিত একটি ফ্লাইট। তৃতীয় অবস্থানে রয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে সিঙ্গাপুরগামী আরেকটি ফ্লাইট।

এছাড়া অস্ট্রেলিয়ার পার্থ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী এবং যুক্তরাষ্ট্রের ডালাস থেকে মেলবোর্নগামী ফ্লাইটগুলোও রয়েছে এই তালিকায়। এ দুটি ফ্লাইট যথাক্রমে ১৭ ঘণ্টা ৩০ মিনিট ও ১৭ ঘণ্টা ৪৫ মিনিট দীর্ঘ এবং ক্যান্টাস এয়ারওয়েজের পরিচালনায় বোয়িং ৭৮৭-৯ বিমানে পরিচালিত হয়।

তালিকায় আরও রয়েছে কাতার এয়ারওয়েজের অকল্যান্ড থেকে দোহা ফ্লাইট, এমিরেটসের অকল্যান্ড-দুবাই রুট এবং চায়না সাউদার্ন এয়ারলাইন্সের শেনজেন থেকে মেক্সিকো সিটি পর্যন্ত চলাচলকারী ফ্লাইট। এদের প্রতিটিই ১৬ ঘণ্টার বেশি সময় ধরে উড়ে এবং প্রায় ১৪ হাজার কিমিরও বেশি পথ অতিক্রম করে।

এদিকে ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে ক্যান্টাসের “প্রোজেক্ট সানরাইজ”। এর আওতায় সিডনি থেকে লন্ডন এবং সিডনি থেকে নিউ ইয়র্ক রুটে নন-স্টপ আল্ট্রা-লং-হল ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। এই ফ্লাইটগুলো চালু হলে সময়ের দিক থেকে এগুলোই হবে বিশ্বের দীর্ঘতম নন-স্টপ বাণিজ্যিক ফ্লাইট।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize