সর্বশেষ

স্ত্রীসহ মক্কায় মেসি!

স্ত্রীসহ মক্কায় মেসি!

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হয়েছে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি তার স্ত্রীসহ মক্কায় হজ পালন করেছেন। এই খবরের সাথে যুক্ত করা চারটি ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

তবে, আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান “রিউমর স্ক্যানার” নিশ্চিত করেছে যে, এই ছবিগুলো আসলে বাস্তব নয়। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়, ছবিগুলোর সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করা হলে, কোনো নির্ভরযোগ্য উৎস থেকে ছবিগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি।

এছাড়া, লিওনেল মেসি যখন সাধারণত কোনো দেশে ভ্রমণ করেন, তা সেক্ষেত্রে মিডিয়াতে রিপোর্ট আকারে প্রকাশিত হয়। কিন্তু এই ছবিগুলোর সঙ্গে সাম্প্রতিক সময়ে এমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

বিশ্লেষণে আরও দেখা গেছে যে, ছবিগুলোর মধ্যে মেসির মুখমণ্ডলের আকৃতি এবং গলার অস্বাভাবিক গর্ত কৃত্রিম প্রযুক্তি দ্বারা তৈরি ছবিতে দেখা যায়। বিশেষ করে, ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়াতে বিশ্লেষণ করে নিশ্চিত করা হয়েছে যে, ছবিতে কারসাজি রয়েছে এবং এটি এআই প্রযুক্তির দ্বারা তৈরি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup