গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে গ্রিসে প্রবেশের চেষ্টা চলাকালে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযানগুলো বিপদগ্রস্ত হয়ে পড়ে। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।
গ্রিক কোস্টগার্ড জানায়, জরুরি সংকেত পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারী-শিশুসহ শত শত মানুষকে জীবিত উদ্ধার করে। নৌযানগুলোর বেশিরভাগই অস্থিতিশীল ছিল এবং সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে ডুবে যাওয়ার উচ্চ ঝুঁকিতে ছিল। উদ্ধারপ্রাপ্তদের নিকটবর্তী বন্দরে নিয়ে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও খাবার সরবরাহ করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা শনাক্তকরণ ও নথিভুক্তির কাজ চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা পোস্টগুলোতে দাবি করা হয়েছে যে উদ্ধার হওয়া দুই নৌকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও ছিলেন।
আরও
গ্রিস কর্তৃপক্ষ বলছে, মানবপাচারকারী চক্রগুলো বিপজ্জনক ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবনকে ঝুঁকিতে ফেলছে। এ ঘটনাগুলোর সঙ্গে জড়িত পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের প্রবাহ বেড়েছে। এ কারণে উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমায় নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং কোস্টগার্ড উদ্ধার কার্যক্রমে অতিরিক্ত বাহিনী যুক্ত করেছে।











