সর্বশেষ

হংকংয়ে ৩১ তলা আবাসিক কমপ্লেক্সে আগুন, চারজন নিহত

Fire in 31 story residential complex in Hong Kong, four dead

হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো এলাকায় অবস্থিত একটি ৩১ তলা আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামের আট ব্লকের বিশাল আবাসিক ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যায়।

ঘটনাস্থলে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালান। গুরুতর দমকা আগুনের কারণে ভবনের বিভিন্ন তলায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চ্যালেঞ্জের মুখোমুখি হন তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া সাতজনের মধ্যে চারজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Hongkong Fire 2.width

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে পুলিশের বরাতে জানিয়েছে, কয়েকটি ব্লকের ভেতরে এখনো আরও কিছু মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় উদ্ধার অভিযান এখনো জোরদারভাবে চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই কমপ্লেক্সের আশপাশের সড়কগুলোতে অসংখ্য অ্যাম্বুলেন্স ও ফায়ার ইঞ্জিন ছুটে আসে। দ্রুত ছড়িয়ে পড়া ধোঁয়ায় এলাকার পরিবেশ ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে তাই পো রোডের একটি বড় অংশ বন্ধ করে দিয়েছে পরিবহন বিভাগ এবং যানবাহনকে বিকল্প পথে পাঠানো হচ্ছে।

হংকংয়ে বহুতল ভবনগুলোর নির্মাণে এখনও ঐতিহ্যগতভাবে বাঁশের মাচা ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবনের গঠন ও ঘনবসতির কারণে অগ্নিকাণ্ডের মাত্রা বাড়তে পারে। আগুন লাগার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup