ভ্রমণরত নিউজিল্যান্ডের এক নারী পর্যটকের সঙ্গে অটোরিকশার ভেতর কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ইনস্টাগ্রামে প্রকাশিত ওই নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। খবর–এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কায় একা ভ্রমণকারী ওই পর্যটক স্কুটারে চলাচলের সময় থেকেই স্থানীয় যুবকটি তাকে অনুসরণ করতে শুরু করে। কখনো ধীরে, কখনো দ্রুতগতিতে স্কুটার চালিয়ে বারবার তার পথরোধ করতে থাকে সে। প্রাথমিকভাবে পর্যটক বিষয়টি ভদ্রভাবে এড়িয়ে যেতে থাকলেও পরবর্তীতে যুবকের আচরণ ক্রমেই অস্বস্তিকর হয়ে ওঠে।
এক পর্যায়ে, রাস্তার পাশে বিশ্রামের সময় স্কুটার থামিয়ে অভিযুক্ত যুবক পর্যটকের সঙ্গে কথা বলতে শুরু করে। ভাষাগত দুর্বলতার কারণে কথোপকথন বেশি দূর এগোয়নি, তবে তার আচরণ দ্রুতই সন্দেহজনক হয়ে ওঠে। নারী পর্যটকের কোথায় থাকা–সহ ব্যক্তিগত প্রশ্ন করতে থাকে সে। এরপরই সে নারীর উদ্দেশে যৌনসক্ষমতার প্রস্তাব দেয় এবং প্রকাশ্যে অশালীন আচরণ করে। আতঙ্কিত পর্যটক দ্রুত সেখান থেকে সরে যান।
আরও
ভিডিওতে ওই নারী বলেন, “বিশ্বাসই করতে পারিনি যে সে এমন প্রশ্ন করবে। আমি ‘না’ বলার পরও সে যে আচরণ করল, তা ভয়ঙ্কর।” তিনি আরও বলেন, এমন ঘটনার বিরুদ্ধে ভয় না পেয়ে প্রতিবাদ করা উচিত। একা ভ্রমণকারী হিসেবে এই অভিজ্ঞতা তার আত্মবিশ্বাসে আঘাত করলেও ভ্রমণের আনন্দ নষ্ট হতে দেবেন না বলে জানান তিনি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত অভিযুক্ত যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।











