সর্বশেষ

দুই বিমানবালাকে মারধর, অতঃপর…

Srilanka

দুই বিমানবালাকে মারধরের অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার বিমানবন্দর পুলিশ। ঘটনাটি ঘটেছে রিয়াদ থেকে কলম্বোগামী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, অবতরণের ঠিক আগে ওই সৌদি নাগরিক টয়লেটে যাওয়ার অনুমতি চান। তবে নিরাপত্তাজনিত কারণে বিমানবালারা তাকে সিটবেল্ট বাঁধা অবস্থায় বসে থাকতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি দুই নারী ক্রু সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাদের ওপর শারীরিক আক্রমণ চালান।

Images

বিমানবালারা সঙ্গে সঙ্গে ঘটনাটি পাইলটকে জানালে তিনি বিমানবন্দরের কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন। বিমান অবতরণের পরই ওই যাত্রীকে নিরাপত্তা কর্মকর্তারা আটক করেন। জানা গেছে, অভিযুক্ত সৌদি নাগরিকের গন্তব্য ছিল মালয়েশিয়া; তিনি রিয়াদ থেকে শ্রীলঙ্কা হয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) তাকে কলম্বোর মেজিস্ট্রেট আদালতে হাজির করা হবে, যেখানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে।

এ ঘটনায় শ্রীলঙ্কান এয়ারলাইন্স একটি অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রী নিরাপত্তা এবং কেবিন ক্রুদের মর্যাদা রক্ষায় তারা কঠোর অবস্থান নেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup