যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সৈকতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) বিকেলে সমুদ্রপাড়ের এক রিসোর্টের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চোখের সামনে ঘটনার মুহূর্তটি পর্যটকদের কেউ কেউ মোবাইল ক্যামেরায় ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি রিসোর্টের পার্কিং এলাকার কাছাকাছি আকাশে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়।
হান্টিংটন বিচের অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানান, দুপুর ২টার কিছু পরে প্যাসিফিক কোস্ট হাইওয়ের কাছাকাছি টুইন ডলফিনস ড্রাইভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারে থাকা দুই আরোহীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এছাড়া নিচে থাকা তিন পথচারীও আহত হন। মোট পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আরও
শহর প্রশাসন জানায়, দুর্ঘটনার পরপরই পুলিশ হান্টিংটন স্ট্রিট ও বিচ বুলেভার্ড এলাকায় যান চলাচল বন্ধ করে তদন্ত শুরু করে। নাগরিকদের ওই অঞ্চল এড়িয়ে চলা ও বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রিসোর্টের আঙিনায় পড়ে যায়। কিছু ফুটেজে আকাশ থেকে হেলিকপ্টার থেকে একটি বস্তু পড়ে যেতে দেখা গেছে, তবে সেটি কী ছিল, তা এখনও নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন










