সর্বশেষ

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী

Woman murdered after rushing from us to get married

বিয়ে করে সংসার করার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছিলেন ৭১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক নারী। কিন্তু দেশে ফিরেই তিনি খুনের শিকার হন। বুধবার (১৭ সেপ্টেম্বর) লুধিয়ানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভি।

ঘটনাটি ঘটে গত জুলাই মাসে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। ভুক্তভোগী নারীর পরিবার প্রথমে লুধিয়ানা থানায় একটি এফআইআর দায়ের করলে তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

পুলিশ জানায়, নিহত নারী যুক্তরাজ্যে বসবাসরত ৭৫ বছর বয়সী চরণজিৎ সিং গ্রেওয়ালের আমন্ত্রণে ভারতে এসেছিলেন। তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে ধারণা করা হচ্ছে, গ্রেওয়ালই হত্যার নেপথ্যে ছিলেন।

ভুক্তভোগীর বোন জানান, ২৪ জুলাই থেকে নিহতের ফোন বন্ধ পাওয়া যায়। পরে ২৮ জুলাই তিনি নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসে অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সুখজিৎ সিং সোনু নামে এক ব্যক্তি ওই নারীকে হত্যা করে দেহ পুড়িয়ে ফেলেছেন। সোনু গ্রেফতার হওয়ার পর স্বীকার করেন, গ্রেওয়ালের নির্দেশে এ কাজ করেন এবং এজন্য তাকে ৫০ লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

লুধিয়ানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক চরণজিৎ সিং গ্রেওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup