স্পেনের একটি বিমানবন্দরে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা—নিজের ১০ বছর বয়সী ছেলেকে টার্মিনালে একা ফেলে রেখে বিমানে উঠেছেন এক দম্পতি। ছেলেটির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তার কাছে প্রয়োজনীয় ভিসাও ছিল না। অথচ ফ্লাইট মিস না করে তারা নিজেরা যাত্রা করার সিদ্ধান্ত নেন।
ঘটনাটি প্রকাশ্যে আসে টিকটকে বিমান চলাচল সমন্বয়ক লিলিয়ানের শেয়ার করা একটি ভিডিওর মাধ্যমে। নিউইয়র্ক পোস্ট–এর এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি বিমানবন্দর কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।
লিলিয়ান জানান, শিশুটির পাসপোর্টের মেয়াদ শেষ এবং কোনো বৈধ ভিসা না থাকায় তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। কিন্তু তার মা–বাবা জানান, তারা নিকট আত্মীয়দের খবর দিয়েছেন, যারা এসে ছেলেটিকে নিয়ে যাবে। পরে শিশুটি পুলিশকে জানায়, তার মা–বাবা ছুটি কাটাতে নিজেদের দেশে রওনা দিয়েছেন এবং তাকে বিমানবন্দরে একা রেখে গেছেন।
আরও
ঘটনার পর নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ওই দম্পতির লাগেজ বিমান থেকে নামিয়ে নেওয়া হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। যদিও তাদের গ্রেপ্তার হওয়া নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। অতীতে এরকম আরও কয়েকটি ঘটনা ঘটলেও, লিলিয়ান বলেন, “১০ বছর বয়সী একটি ছেলেকে পরিকল্পিতভাবে ফেলে রেখে চলে যাওয়া আমার দেখা সবচেয়ে বেদনাদায়ক ঘটনা।”











