জীবদ্দশাতেই ৯৯% সম্পত্তি দান করবেন বিল গেটস

Bill gates to donate 99% of his wealth during his lifetime

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস তার বিপুল সম্পত্তির ৯৯ শতাংশ দান করার ঘোষণা দিয়েছেন। নিজের ব্লগ পোস্ট এবং দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এই তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, মৃত্যুর পর তার এই সম্পদ ধাপে ধাপে দান করা হবে। তবে সম্প্রতি তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে জীবদ্দশাতেই এই বিশাল পরিমাণ অর্থ বিলিয়ে দেওয়ার কথা জানিয়েছেন।

গেটস তার ব্লগ পোস্টে উল্লেখ করেছেন, ২০৪৫ সালের মধ্যে তার নিজস্ব দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তার ৯৯ শতাংশ সম্পত্তি দান করবেন, যার পরিমাণ প্রায় বিশ হাজার কোটি ডলার ।তার এই বিপুল অর্থ মানব সেবায় ব্যয় হবে।
গেটস ফাউন্ডেশনের মাধ্যমে আগামী দুই দশকের মধ্যে এই সম্পত্তি বিলিয়ে দেওয়া হবে। এই অর্থ মূলত তিনটি প্রধান লক্ষ্য পূরণে কাজ করবে: মা ও শিশুর জীবন রক্ষা এবং প্রাণঘাতী রোগ থেকে মুক্তি, ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল এবং কোটি কোটি মানুষের দারিদ্র্য বিমোচন।

২০২২ সালে বিল গেটস সামাজিক মাধ্যমে একটি পোস্টে এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যেখানে তিনি মৃত্যুর পর ধাপে ধাপে সম্পদ দান করার কথা বলেছিলেন। তবে, বৃহস্প্রতিবার ব্লগ পোস্টে তিনি লেখেন যে জীবিত অবস্থাতেই তিনি তার বিপুল অর্থ সম্পদ বিলিয়ে দিতে চান, যাতে এই বিষয়ে কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে।

গেটস আরও জানান, ২০৪৫ সালের ৩১ ডিসেম্বর তার দাতব্য সংস্থাটি বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে গেটস ফাউন্ডেশন প্রায় দশ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। বিল গেটস চান তার অর্থ দিয়ে এখনই মানুষের জন্য কিছু করা হোক। তাই তিনি ফাউন্ডেশনকে দীর্ঘস্থায়ী না করে নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত অর্থ খরচ করে মানুষের কল্যাণে কাজ করতে চান।

তিনি বলেন, যদি আমরা ফাউন্ডেশনকে চিরস্থায়ী করার চিন্তা বাদ দেই, তাহলে এখনই অনেক বেশি ভালো কাজ করা সম্ভব। ২০ বছর পরেও বিশ্বে অনেক ধনী ব্যক্তি থাকবেন এবং তারা হয়তো তখনকার চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবেন।ব্লোমবার্গের তথ্য অনুযায়ী, মোট সম্পত্তির ৯৯ শতাংশ দান করার পরও বিল গেটসের কাছে প্রায় শত কোটি ডলার থেকে যাবে। তবে তার এই বিশাল দান বিশ্বজুড়ে মানবকল্যাণমূলক কাজে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই আশা করা যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post