সর্বশেষ

গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

2 bangladeshis killed in motorcycle accident in greece

গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বুধবার (২০ আগস্ট) বিকেলে শহরের ব্যস্ততম পেত্রু র‍্যালি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সুদীপ ঘোষ (৪২) ও শরীয়তপুরের মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কর্মস্থলের উদ্দেশে একসঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। যাত্রাপথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সুদীপ ঘোষকে দ্রুত নিকাইয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি।

নিহত সুদীপ ঘোষ দীর্ঘদিন ধরে এথেন্সে একটি গাড়ির শোরুমে কর্মরত ছিলেন। প্রায় দেড় বছর আগে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে তিনি দেশে গিয়েছিলেন। রেখে গেছেন বৃদ্ধা মা, স্ত্রী ও এক কন্যাসন্তান। অন্যদিকে মোসলেউদ্দিন বাবু মোল্লা দীর্ঘ সময় ধরে গ্রিসে শ্রমজীবী প্রবাসী হিসেবে অবস্থান করছিলেন।

এথেন্সে বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।

এই আকস্মিক মৃত্যুতে গ্রিসের প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, বন্ধু ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। একই দিনে দুটি প্রাণ হারানোয় শুধু নিহতদের পরিবার নয়, গোটা প্রবাসী সমাজই শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup