সর্বশেষ

আবারও ভাইরাল পরীমণির ছবি!

Parimoni's new picture goes viral

আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভক্তদের মুগ্ধ করেছেন। নিয়মিত বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। কখনো নতুন সাজে, কখনো ভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করে চমকে দেন অনুসারীদের।

557399790 1389434215876670 6025347721096814333 n 20250929121804

সোমবার দুপুরে এক গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে পরীমণিকে দেখা যায় নীল ও সোনালি রঙের কাতান বা বেনারসি সিল্কের লেহেঙ্গায়। সঙ্গে মানানসই ভারী গহনা— নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি— যা তার সাজকে আরও আভিজাত্যপূর্ণ করে তুলেছে।

গ্ল্যামারাস মেকআপ ও চমকপ্রদ হেয়ারস্টাইল লুকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রকাশিত ছবিগুলোতে তাকে যেন রাজকীয় আভিজাত্যে দীপ্ত মনে হয়েছে।

ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ভেসে আসে। হাজারো লাইক ও কমেন্টে ভরে ওঠে তার পোস্ট। অনেকেই লিখেছেন, পরীমণিকে রানীর মতো লাগছে। অনেকে আবার তার ফ্যাশন সেন্সেরও ভূয়সী প্রশংসা করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup