আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভক্তদের মুগ্ধ করেছেন। নিয়মিত বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। কখনো নতুন সাজে, কখনো ভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করে চমকে দেন অনুসারীদের।

সোমবার দুপুরে এক গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে পরীমণিকে দেখা যায় নীল ও সোনালি রঙের কাতান বা বেনারসি সিল্কের লেহেঙ্গায়। সঙ্গে মানানসই ভারী গহনা— নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি— যা তার সাজকে আরও আভিজাত্যপূর্ণ করে তুলেছে।
আরও
গ্ল্যামারাস মেকআপ ও চমকপ্রদ হেয়ারস্টাইল লুকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রকাশিত ছবিগুলোতে তাকে যেন রাজকীয় আভিজাত্যে দীপ্ত মনে হয়েছে।
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ভেসে আসে। হাজারো লাইক ও কমেন্টে ভরে ওঠে তার পোস্ট। অনেকেই লিখেছেন, পরীমণিকে রানীর মতো লাগছে। অনেকে আবার তার ফ্যাশন সেন্সেরও ভূয়সী প্রশংসা করেছেন।











