সর্বশেষ

নিজ বাড়ি থেকে জনপ্রিয় ইউটিউবারের মরদেহ উদ্ধার

Youtube web

দক্ষিণ কোরিয়ার পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও গেমার না ডং-হিউনকে (৪৬) সিউলে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। মৃত্যুর কয়েকদিন আগেই তিনি টানা পাঁচ ঘণ্টার একটি লাইভস্ট্রিম করেছিলেন।

Body of popular youtuber recovered from his home

প্রতিবেদনে বলা হয়েছে, এক বন্ধুর সঙ্গে নির্ধারিত বৈঠকে উপস্থিত না হলে এবং ফোনে সাড়া না দিলে উদ্বিগ্ন স্বজনেরা বিষয়টি পুলিশকে জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তবে তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। বাসায় কোনো ধরণের সহিংসতার চিহ্ন, দুর্বৃত্তের হানা বা আত্মহত্যার নোট পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। এ বিষয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, তিনি পূর্বে কোনো অসুস্থতায় ভুগছিলেন কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। না ডং-হিউনের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা ছিল ১৫ লাখেরও বেশি। মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি সিউল ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup