স্ত্রী রিয়া মনির সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। একসময় হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। তখন হঠাৎই পাশে দাঁড়ান তার তৃতীয় স্ত্রী রিয়া মনি, যত্ন নিয়ে তাকে সুস্থ করে তোলেন। তবে সম্পর্কের উন্নতির পরও নতুন করে ভাঙনের মুখে পড়েছে তাদের দাম্পত্য জীবন। রিয়া মনি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন।

এর আগে হিরো আলম অভিযোগ করেছিলেন, বাবার অসুস্থতার সময় স্ত্রী পাশে ছিলেন না। প্রায় এক মাস বাবার সঙ্গে হাসপাতালে থাকার পরও রিয়া মনি তাকে দেখতে যাননি এবং বাবার মৃত্যুর পরও লাশ দেখেননি। সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় আসে, যখন বুধবার গভীর রাতে হিরো আলম ফেসবুকে অভিযোগ করেন, স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে রাত কাটাচ্ছেন। তিনি এ সময় দুজনের ছবি শেয়ার করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
আরও
এ বিষয়ে রিয়া মনি বলেন, “হিরো আলমের সঙ্গে আর সংসার করা সম্ভব নয়। সে আগের চেয়ে বেশি সমস্যা তৈরি করছে, তাই আজ (বুধবার) আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডিভোর্স দিয়েছি।” কক্সবাজারে ম্যাক্স অভির সঙ্গে যাওয়া প্রসঙ্গে তিনি জানান, কাজের জন্য গিয়েছিলেন এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।


অন্যদিকে, হিরো আলম দাবি করেন, তিনি এখনো ডিভোর্সের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানেন না। তবে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন। তিনি আরও অভিযোগ করেন, কয়েক দিন আগে রিয়া মনি বগুড়ায় যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পরে অভির সঙ্গে কক্সবাজারে চলে যান। হিরো আলম সেখানে গেলেও তাদের পাননি, কারণ তারা হোটেল থেকে সরে যান।
বৃহস্পতিবার সকালে ফেসবুকে আবারও রিয়া মনি ও ম্যাক্স অভির ছবি ও ভিডিও শেয়ার করে হিরো আলম লেখেন, “আবারও কট খেলেন—রিয়া মনি বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।” আরেক পোস্টে তিনি অভিযোগ করেন, “রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে, অবৈধ সম্পর্কে জড়াতেন। কক্সবাজারে আজ ধরা পড়েছে অভির সঙ্গে।” এসব পোস্টকে ঘিরে অনলাইন প্ল্যাটফর্মে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এই আলোচিত জুটি।











