সর্বশেষ

রিসোর্ট থেকে সাত নারীসহ গ্রেপ্তার ১০

রিসোর্ট থেকে সাত নারীসহ গ্রেপ্তার ১০

টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা রিসোর্টে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে ১০ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বঙ্গবন্ধু ব্রিজ এলেঙ্গা রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে গ্রেফতারদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।

গ্রেফতার ৩ পুরুষ হলেন- মোজাম্মেল (৫৮), আফজাল হোসেন (৩৫), কনক ইসলাম (৩০)। পলাতকরা হলেন- মোসলেম উদ্দিন (৫৮) ফাহাদ (৩৫) ও সিরাজুল (৩৫)।

কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু ব্রিজ এলেঙ্গা রিসোর্টে অভিযান চালিয়ে নারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার এলেঙ্গা রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে পুলিশ রিসোর্ট থেকে জুয়ার আসরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকাসহ কয়েকজন জুয়াড়িকে আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপরও থেমে নেই এলেঙ্গা রিসোর্টে তাদের এ কার্যক্রম।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup