সর্বশেষ

ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

Befunky design 13 2509080635

দেশের বিভিন্ন প্রান্তে ডলার প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতা আদিব ফয়েজকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর সিপাহি বাগ থেকে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল ৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সিআইডির তদন্তে জানা গেছে, আদিব ফয়েজ দেশে থেকেই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিতেন। শুধু প্রবাসী নয়, দেশের ভেতরেও বহু মানুষকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন তিনি।

ঘটনার পর রমনা থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি প্রধান আসামি আদিব ফয়েজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup