সর্বশেষ

২৪ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেবে ডাক বিভাগ

২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগ

আসন্ন আমের মৌসুমকে সামনে রেখে ডাক বিভাগ তাদের স্পিড পোস্ট সেবা আরও গতিশীল ও সহজলভ্য করেছে। এবার, দেশের ২৫টি জেলায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকারি এই সংস্থাটি।

যেসব জেলায় এই দ্রুত সেবা পাওয়া যাবে সেগুলো হলো: রাজশাহী, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট ও কুড়িগ্রাম।

এছাড়াও, ডাক বিভাগ আরও কয়েকটি জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে আম সরবরাহের অঙ্গীকার করেছে। এই জেলাগুলো হলো: রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও গাজীপুর।

উল্লিখিত জেলাগুলো ব্যতীত অন্যান্য জেলা শহরে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়া হবে বলে ডাক বিভাগ জানিয়েছে। স্পিড পোস্টের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত আম পরিবহন করা যাবে। ডাক মাশুল নির্ধারণ করা হয়েছে প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য ৫ টাকা হারে।

বিস্তারিত দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup