ভোক্তাদের জন্য সুখবর, এলপি গ্যাসের দাম কমলো

ভোক্তাদের জন্য সুখবর: এলপি গ্যাসের দাম কমলো

Probash Time Whatsapp Channel

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তাদের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। এই ঘোষণায় রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বিইআরসি জানিয়েছে, এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছে। ফলে, সিলিন্ডার প্রতি দাম পড়বে ১ হাজার ৪৫০ টাকা।

গতকাল সোমবার (৩ মার্চ) বিকেলে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এই নতুন দামের ঘোষণা দেন। তিনি জানান, শুধু সিলিন্ডার গ্যাস নয়, অটোগ্যাসের দামও কমানো হয়েছে।

ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য লিটার প্রতি ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলবে।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখে যখন দাম নির্ধারণ করা হয়েছিল, তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল।

পাশাপাশি, অটোগ্যাসের দাম ছিল ৬৭ টাকা ৭৪ পয়সা। সেই হিসেবে, নতুন দাম কমানোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও সাশ্রয় নিয়ে আসবে।

যদি আমরা ২০২৪ সালের দিকে তাকাই, তাহলে দেখব এলপিজি ও অটোগ্যাসের দাম বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। ওই বছর মোট ৪ দফা দাম কমানো হয়েছিল, যেখানে ৭ দফা দাম বাড়ানো হয়েছিল। দাম বৃদ্ধির মাসগুলো ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর।

অন্যদিকে, এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমানো হয়েছিল। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল। এই দামের হ্রাস-বৃদ্ধি মাঝে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরাও নানাভাবে প্রভাবিত হয়েছেন।

নতুন দাম কার্যকরের ফলে, আশা করা যায় ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাস ব্যবহারকারীরা কিছুটা আর্থিক সাশ্রয় অনুভব করবেন।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
whatsappচ্যানেল ফলো করুন