দেশের টেলিভিশন পর্দায় ইসলামিক ভাবনার স্নিগ্ধ পরশ বুলিয়ে দিতে এক যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া’। রুচিশীল ও মানসম্পন্ন ইসলামিক অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে এই প্রযোজনা সংস্থাটি ইতোমধ্যে একটি স্বাতন্ত্র্যপূর্ণ স্থান করে নিয়েছে। ইসলামিক ট্রাভেলিং শো থেকে শুরু করে রিয়ালিটি শো, জ্ঞানগর্ভ টকশো – বিভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠানটি দর্শক হৃদয়ে ইসলামের মর্মবাণী পৌঁছে দিচ্ছে।
এই সাফল্যের ধারাবাহিকতায়, পবিত্র রমজান মাসেও ‘কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া’ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাদের মনোমুগ্ধকর অনুষ্ঠানমালা নিয়ে হাজির হয়েছে। বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হচ্ছে তাদের দুটি বিশেষ অনুষ্ঠান – দেশের বৃহত্তম ইসলামিক রিয়ালিটি শো ‘আলোকিত কোরআন-২০২৫’ এবং মিসরের মনোরম দৃশ্যে ধারণকৃত ইসলামিক প্রামাণ্যচিত্র ‘আরাবি কাফেলা’। এছাড়াও, প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শকপ্রিয় প্রশ্নোত্তরভিত্তিক অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।
চ্যানেল টোয়েন্টিফোরে দেখা যাচ্ছে ইসলামিক রিয়ালিটি শো ‘সময়ের সেরা হাফেজ’, যেখানে প্রতিভাবান হাফেজদের অন্বেষণ করা হচ্ছে। একই চ্যানেলে, বিকাল ৪টা ২০ মিনিট থেকে ইফতারের পূর্ব পর্যন্ত প্রচারিত হচ্ছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘শাহারু রামাদান’। রাতের সাহরির সময়েও দর্শকদের আধ্যাত্মিকতায় ভরিয়ে তুলতে প্রচারিত হচ্ছে ‘আলোকিত রামাদান’।
একুশে টেলিভিশনের পর্দায়ও ‘কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া’র বেশ কয়েকটি অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রতিদিন বিকাল ৫টা থেকে প্রচারিত হচ্ছে তারাবির তাৎপর্য ও ব্যাখ্যা নিয়ে বিশেষ আয়োজন ‘তারাবিকে জানুন’, জীবনঘনিষ্ঠ ইসলামিক জিজ্ঞাসা ও উত্তরের অনুষ্ঠান ‘আস সিয়াম’, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য মোনাজাত অনুষ্ঠান।
দেশ টিভির দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘আল কোরআনের ছায়াতলে’ প্রতিদিন বিকাল থেকে প্রচারিত হচ্ছে। এছাড়াও, ইফতারের আগে মোনাজাত ও দোয়ার বিশেষ আয়োজন এবং সাহরির সময় ‘রহমতের রজনী’ গত তিন বছর ধরে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
দীপ্ত টেলিভিশনে প্রতিদিন বেলা ৩টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রশ্নোত্তরভিত্তিক অনুষ্ঠান ‘আপনার প্রশ্ন’, যেখানে দর্শক সরাসরি ইসলামিক বিষয়ে তাদের জিজ্ঞাসা পেশ করতে পারেন। জিটিভিতে প্রচারিত হচ্ছে এতিম শিশুদের নিয়ে বিশেষ রিয়ালিটি শো, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘কোরআনের ছোঁয়া’, এবং ইফতারের আগে ‘হৃদয়ে রমাদান’ নামক বিশেষ অনুষ্ঠান। এসএ টেলিভিশনেও নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে ‘আল কোরআনের আহ্বান’, প্রশ্নোত্তরভিত্তিক অনুষ্ঠান এবং ইফতারের পূর্বে মোনাজাতের বিশেষ পর্ব।
ইসলামিক অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের এই দীর্ঘ পথচলা নিয়ে ‘কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া’র কর্ণধার হাফেজ মাওলানা লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, তিনি সর্বদা দেশ, জাতি ও মানবতার কল্যাণে ইসলামের খেদমতে নিয়োজিত থাকতে চান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ইসলামিক অনুষ্ঠান নির্মাণে তিনি বহু বাধা অতিক্রম করেছেন এবং একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই কাজ করে যাচ্ছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘ইনশা আল্লাহ যতদিন বেঁচে থাকব, ততদিন কোরআনের খেদমত করে যাব এবং আমার পরবর্তী প্রজন্ম যেন আমার রেখে যাওয়া ইসলাম ও কোরআন-সুন্নাহর পথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।’
‘কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া’র এই নিরলস প্রচেষ্টা নিঃসন্দেহে দেশের ইসলামিক সংস্কৃতি ও মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মানসম্মত অনুষ্ঠানমালা সকল শ্রেণির দর্শকের কাছে সমাদৃত হয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
